শহীদ বুদ্ধিজীবীদের প্রতি শ্রদ্ধা
মঈন-আশরাফকে ফিরিয়ে এনে ফাঁসি কার্যকর করার অঙ্গীকার
বুদ্ধিজীবী হত্যাকারী দণ্ডপ্রাপ্ত পলাতক আসামি চৌধুরী মঈনুদ্দীন ও আশরাফুজ্জামানসহ সবাইকে দেশে ফিরিয়ে এনে শাস্তি কার্যকর করার অঙ্গীকার পূণর্ব্যক্ত করে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, পলাতক খুনীদের দেশে ফিরিয়ে এনে শাস্তি কার্যকর করার সব প্রয়াস অব্যাহত রেখেছে সরকার। বুধবার সকালে মিরপুরে শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে ফুল দিয়ে শ্রদ্ধা জানানোর পর সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি একথা বলেন। এদিকে আগামী জুলাই মাসের মধ্যে শহীদ বুদ্ধিজীবীদের পূর্ণাঙ্গ তালিকা করবে সরকার। এ ব্যাপারে কাজ চলছে বলে জানিয়েছেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক।
প্রসঙ্গত ১৯৭১ সালের ১৬ ডিসেম্বর পাকিস্তানি বাহিনীর আত্মসমর্পণের দুদিন আগে বিশ্ববিদ্যালয় শিক্ষক, চিকিৎসক, শিল্পী, লেখক, সাংবাদিকসহ বহু খ্যাতিমান বাঙালিকে বাসা থেকে তুলে নিয়ে হত্যা করা হয়। নিমর্ম এ হত্যাযজ্ঞে প্রত্যক্ষ সহযোগিতা করে রাজাকার, আলবদর ও আল শামস বাহিনীর সদস্যরা। বর্বর সেই হত্যাযজ্ঞে জড়িত থাকার দায়ে জামায়াত নেতা আলী আহসান মো. মুজাহিদ ও বদর বাহিনীর সর্বোচ্চ নেতা মতিউর রহমান নিজামীর মৃত্যুদণ্ড কার্যকর হয়েছে। এছাড়া বুদ্ধিজীবী হত্যাকাণ্ডে নেতৃত্ব দেয়া বদর নেতা আশরাফুজ্জামান খান ও চৌধুরী মুঈনুদ্দীনকেও মৃত্যুদণ্ড দিয়েছে ট্রাইব্যুনাল। গত ২০১৩ সালে এ রায় দেয়া হয়েছে।
ওবায়দুল কাদের বলেন, যারা জাতির সেরা সন্তানদের হত্যা করেছে, তাদের মধ্যে যারা শীর্ষস্থানীয় তাদের তো বিচারকার্য শুধু সম্পন্নই হয় নাই, তাদের দণ্ড কার্যকর করা হয়েছে। বাইরে যারা আছে তাদেরও দেশে ফিরিয়ে আনার ব্যাপারে সরকারের সক্রিয় প্রয়াস অব্যাহত রয়েছে। তিনি বলেন, মঈনুদ্দীন ও আশরাফুজ্জামানকে ফিরিয়ে আনতে সরকার সর্বোচ্চ চেষ্টা করে যাচ্ছে। সময়মত এ বিষয়ে সুসংবাদ দেয়া যাবে বলেও উল্লেখ করেন তিনি।
No comments:
Post a Comment