৫৪ বছর পর...
শুষ্ক মরুভূমিতে তুষারের চাদর দেখে চোখে সর্ষে ফুল দেখছেন সৌদিবাসী। গরম-ঠান্ডার বৈপরীত্যে অভ্যস্ত তাঁরা। তা বলে, রাতারাতি শীতের ইউরোপীয় শহর হয়ে উঠবে মরু প্রান্তর কে ভেবেছিল? ঠিক তেমনই ভাবতে পারেননি টোকিও-র মানুষও। প্রায় ৫৪ বছর পর নিজের শহর পাল্টে গিয়েছে একেবারেই। রাস্তাঘাট, বাড়ির উঠোন, কার্নিস, রাস্তার দুই পাশে সারি সারি গাছ ঢেকে গিয়েছে সাদা তুলোর মতো বরফে। নভেম্বরের প্রথম সপ্তাহে জাপানের রাজধানী মেতেছে যেন বড়দিনের উত্সবে। টোকিও-তে এ বারে তুষার পড়তে শুরু করেছে অনেক আগে থেকে। তার উপর তুষারপাতের মাত্রাও নজরকারা। এক নজরে দেখে নিন না চাইতেই এমন তুষার বৃষ্টিতে টোকিওবাসীর কী হাল।
No comments:
Post a Comment