পাণ্ডিত্য ছাড়ুন:
বিএনপিকে জাফরুল্লাহ
বিএনপিকে অহমিকা ছেড়ে দিতে পরামর্শ দিয়েছেন গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ড. জাফরুল্লাহ চৌধুরী। শনিবার দুপুরে রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে এক আলোচনা সভায় ড. জাফরুল্লাহ এ পরামর্শ দেন।তিনি বলেন, “এখন বিএনপি যে অবস্থায় আছে, তাদের অহমিকা ছেড়ে দেয়া উচিত।নিজেদের দলের পরিকল্পনা তৈরি করা দরকার। বিএনপি নেতাদের এত পণ্ডিত ভাবা ঠিক নয়।আপনারা পাণ্ডিত্য ছাড়ুন।”
গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা বলেন, দলের সব সিদ্ধান্ত খালেদা জিয়ার ওপর ছাড়লে ঠিক হবে না। খালেদা জিয়া না থাকলে বিএনপি চলবে এটি যেমন সত্য তেমনি উনি (খালেদা জিয়া) রাস্তায় না নামলে বিএনপি কখনোই ক্ষমতায় যাবে না। বিএনপির প্রেস ব্রিফিং বন্ধ করে নেতাকর্মীদের একত্রিত করে রাস্তায়, প্রতিটি ওয়ার্ডে সমাবেশ করতে হবে।
তিনি আরও বলেন, খালেদা জিয়ার শিমুল বিশ্বাস ছাড়া আরেকজন মহিলা সহকারী দরকার। যেসব নেতাকর্মী জেলে আছে তাদের পরিবারের সঙ্গে বিএনপি চেয়ারপারসনকে কথা বলতে হবে। মনে রাখতে হবে বিএনপির জন্য যেমন খালেদা জিয়া গুরুত্বপূর্ণ তেমনি কর্মী ছাড়া বিএনপি ক্ষমতায় যাবে না।
তিনি আরও বলেন, খালেদা জিয়ার শিমুল বিশ্বাস ছাড়া আরেকজন মহিলা সহকারী দরকার। যেসব নেতাকর্মী জেলে আছে তাদের পরিবারের সঙ্গে বিএনপি চেয়ারপারসনকে কথা বলতে হবে। মনে রাখতে হবে বিএনপির জন্য যেমন খালেদা জিয়া গুরুত্বপূর্ণ তেমনি কর্মী ছাড়া বিএনপি ক্ষমতায় যাবে না।
ডেমোক্রেসি অ্যান্ড ডেভেলপমেন্ট স্টাডিজ নামে একটি সংগঠন আবদুল হাই শিকদার রচিত ‘জ্যোতির্ময় জিয়া এবং কালো মেঘের দল’ বইয়ের চতুর্থ সংস্করণের প্রকাশনা উপলক্ষে ওই আলোচনা সভার আয়োজ করে। এতে সভাপতিত্ব করেন আশরাফ উদ্দিন। আরও বক্তব্য দেন অধ্যাপক এমাজউদ্দীন আহমেদ, অধ্যাপক মাহবুবউল্লাহ, সাংবাদিক মাহফুজউল্লাহ, গ্রন্থের লেখক আবদুল হাই শিকদার প্রমুখ।
No comments:
Post a Comment