Sunday, December 11, 2016

পাঁচ সপ্তাহ ধরে নিম্নমুখী স্বর্ণের দর

আন্তর্জাতিক বাজারে টানা পাঁচ সপ্তাহ ধরে নিম্নমুখী প্রবণতার মধ্যে রয়েছে মূল্যবান ধাতু স্বর্ণের দাম। এ ধারাবাহিকতায় সর্বশেষ সপ্তাহের শেষ দিন শুক্রবারও দাম কমেছে ধাতুটির।
আগামী বছরের ফেব্রুয়ারিতে সরবরাহ চুক্তিতে নিউইয়র্ক মার্কেন্টাইল এক্সচেঞ্জের (নিমেক্স) কোমেক্স ডিভিশনে স্বর্ণের দাম কমেছে দশমিক ৯ শতাংশ। শুক্রবার এখানে প্রতি আউন্স স্বর্ণ বিক্রি হয়েছে ১ হাজার ১৬১ ডলার ৯০ সেন্টে। এর মধ্য দিয়ে চলতি বছরের ফেব্রুয়ারির পর সর্বনিম্ন অবস্থানে চলে এসেছে ধাতুটির দাম।
মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে রিপাবলিকান পার্টির প্রার্থী ডোনাল্ড ট্রাম্প জয়লাভ করার পর থেকেই কমতে শুরু করে স্বর্ণের দাম। ট্রাম্প নির্বাচিত হওয়ার পর মার্কিন পুঁজিবাজার ও বন্ডে ঊর্ধ্বমুখী প্রবণতা বিরাজ করছে। এ কারণে ব্যবসায়ীরা অপেক্ষাকৃত নিরাপদ বিনিয়োগ থেকে সরে এসে এ দুই বাজারে প্রবেশ করছেন। স্বর্ণের এক্সচেঞ্জ মার্কেট ও ব্যবসা তহবিলগুলোয় পণ্যটির বিক্রয়প্রবণতাও বেড়েছে লক্ষণীয় হারে। সব মিলিয়ে মূল্যবান ধাতুটির বর্তমান বাজার নাজুক অবস্থার মধ্যে রয়েছে।
এসব বিষয়ের পাশাপাশি স্বর্ণের দাম কমাতে ভূমিকা রাখছে ডিসেম্বরে ফেডারেল রিজার্ভের (ফেড) সুদহার বাড়ানোর সম্ভাবনা। ফেডের সুদহার বাড়লে মূল্যবান ধাতুটির বাজার আরো চাপের মুখে পড়বে বলে বিশ্লেষকরা ধারণা করছেন।
তবে ফেড সুদহার বাড়ালেই যে স্বর্ণের দাম কমে যাবে, এমনটি নয়। চলতি সপ্তাহে ফেডের নীতিনির্ধারণী বৈঠক অনুষ্ঠিত হবে। ব্যবসায়ীরা এ বৈঠকের দিকে সতর্ক দৃষ্টি রাখছেন। যদি ২০১৭ সালে ফেড কয়েক দফায় সুদহার বাড়ানোর সিদ্ধান্ত নেয়, তাহলে স্বর্ণসহ বেশ কয়েকটি পণ্যের দাম কমে যাবে।
স্বর্ণের পাশাপাশি দাম কমেছে রুপারও। শুক্রবার কোমেক্সে আগামী বছরের মার্চে সরবরাহ চুক্তিতে দশমিক ৮ শতাংশ কমেছে ধাতুটির দাম। এদিন প্রতি আউন্স রুপা বিক্রি হয়েছে ১৬ ডলার ৯৬ সেন্টে। অন্যদিকে জানুয়ারিতে সরবরাহ চুক্তিতে ৩ দশমিক ১ শতাংশ কমে প্রতি আউন্স প্লাটিনাম বিক্রি হয়েছে ৯১৫ ডলারে। আর মার্চে সরবরাহ চুক্তিতে দশমিক ৫ শতাংশ কমে প্রতি আউন্স প্যালাডিয়াম বিক্রি হয়েছে ৭৩৫ ডলার ৫ সেন্টে।

No comments:

Post a Comment