এবার মিরপুরে আগুন
রাজধানীর গুলশানের ডিসিসি মার্কেটে আগুনের রেশ কাটতে না কাটতে এবার রাজধানীর মিরপুর-১২ এর আলিমুল্লাহ মার্কেটের একটি গার্মেন্টস কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।বুধবার বিকেল ৪টা ৪০ মিনিটে এ আগুনের সূ্ত্রপাত ঘটে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস সদর দফতর কন্ট্রোল রুমের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এনায়েত হোসেন। তিনি বলেন, আগুনের খবর পেয়ে ফায়ার সার্ভিসের ৫টি ইউনিট ঘটনাস্থলে আগুন নিয়ন্ত্রণে কাজ করছে।
রাজধানীর গুলশানের ডিসিসি মার্কেটে আগুনের রেশ কাটতে না কাটতে এবার রাজধানীর মিরপুর-১২ এর আলিমুল্লাহ মার্কেটের একটি গার্মেন্টস কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।বুধবার বিকেল ৪টা ৪০ মিনিটে এ আগুনের সূ্ত্রপাত ঘটে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস সদর দফতর কন্ট্রোল রুমের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এনায়েত হোসেন। তিনি বলেন, আগুনের খবর পেয়ে ফায়ার সার্ভিসের ৫টি ইউনিট ঘটনাস্থলে আগুন নিয়ন্ত্রণে কাজ করছে।
ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে,
রাজধানীর মিরপুর-১২তে সফুরা খাতুন মার্কেটের একটি গার্মেন্টস-এ আগুনের ঘটনা ঘটেছে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ছয়টি ইউনিট ঘটনাস্থলে গিয়ে সোয়া এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। তবে এ ঘটনায় হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।
সফুরা খাতুন মার্কেটের নবম তলায় ট্রিপল সেভেন নামে একটি গার্মেন্টে আগুন লেগেছিল। ওই গার্মেন্ট কারখানাটি পরিত্যক্ত। কিছু পুরনো ঝুট কাপড় রয়েছে। সেখানে কেউ বিড়ি বা সিগারেটের আগুন ফেললে আগুনের সূত্রপাত হয়।
পল্লবী থানার ওসি দাদন ফকির জানান, ট্রিপল সেভেন গার্মেন্টের একটি কক্ষে আগুন লেগেছিল। ফায়ার সার্ভিসের কর্মীরা দ্রুত ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণে আনে।
ধূমপান বা শর্টসার্কিট থেকে আগুন লাগতে পারে। তবে এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।
ফায়ার সার্ভিস সদর দফতরের কন্ট্রোল রুমের ওসি এনায়েত হোসেন বলেন, আগুনে হতাহতের কোনো খবর পাওয়া যায়নি। অন্যদিকে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ প্রাথমিকভাবে জানা যায়নি।
এর আগে গত সোমবার রাতে গুলশান-১-এর ডিএনসিসি মার্কেটে ভয়াবহ আগুনে কয়েকশ দোকান পুড়ে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়।
দেখুন: http://adf.ly/1gsckI
No comments:
Post a Comment