অচল ঢাকা
রাজধানী ঢাকায় বুধবার সকাল থেকে তীব্র যানজট দেখা দিয়েছে। এতে দুর্ভোগ পোহাতে হয়েছে যাত্রীদের। দীর্ঘ যানজটে আটকে থাকায় অনেক যাত্রীকে গাড়িতেই ঘুমাতে দেখা গেছে। ঘণ্টা খানের পথ যেতে দুই থেকে আড়াই ঘণ্টাও সময় লেগেছে। একই স্থানে গাড়ি আটকে থাকায় অনেকেই হেঁটে গন্তব্যে রওনা হন। যানজটে সবচেয়ে বেশি ভোগান্তিতে পড়েন নারী ও শিশুরা।
পুলিশের ট্রাফিক নিয়ন্ত্রণ কক্ষ থেকে বলা হয়েছে, ছাত্রলীগের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শোভাযাত্রার কারণেই এই যানজট।
বুধবার বেলা ১২টার দিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিন থেকে ছাত্রলীগের প্রতিষ্ঠাবার্ষিকীর শোভাযাত্রা শুরু হয়। তবে এর আগে থেকেই নগরীর বিভিন্ন এলাকা থেকে খণ্ড খণ্ড মিছিল নিয়ে শাহবাগে জড়ো হন ছাত্রলীগের নেতাকর্মী। মূলত তখন থেকেই যানজটের শুরু। পরে মূল শোভাযাত্রা শুরুর পর যানজট চরমে উঠে, যা পরে ধীরে ধীরে প্রায় সব সড়কে ছড়িয়ে পড়ে।
এরআগে ভোরে ধানমণ্ডির ৩২ নম্বরে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে ফুল দিয়ে শুরু হয় ছাত্রলীগের প্রতিষ্ঠাবার্ষিকীর আনুষ্ঠানিকতা।
শোভযাত্রার কারণে যে যানজট হতে পারে, সে সম্ভাবনার কথা জানিয়ে দুদিন আগেই রাজধানীবাসীর কাছে আগাম দুঃখ প্রকাশ করেছিলেন ছাত্রলীগের সাধারণ সম্পাদক এস এম জাকির হোসাইন।

রাজধানী ঢাকায় বুধবার সকাল থেকে তীব্র যানজট দেখা দিয়েছে। এতে দুর্ভোগ পোহাতে হয়েছে যাত্রীদের। দীর্ঘ যানজটে আটকে থাকায় অনেক যাত্রীকে গাড়িতেই ঘুমাতে দেখা গেছে। ঘণ্টা খানের পথ যেতে দুই থেকে আড়াই ঘণ্টাও সময় লেগেছে। একই স্থানে গাড়ি আটকে থাকায় অনেকেই হেঁটে গন্তব্যে রওনা হন। যানজটে সবচেয়ে বেশি ভোগান্তিতে পড়েন নারী ও শিশুরা।
পুলিশের ট্রাফিক নিয়ন্ত্রণ কক্ষ থেকে বলা হয়েছে, ছাত্রলীগের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শোভাযাত্রার কারণেই এই যানজট।
বুধবার বেলা ১২টার দিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিন থেকে ছাত্রলীগের প্রতিষ্ঠাবার্ষিকীর শোভাযাত্রা শুরু হয়। তবে এর আগে থেকেই নগরীর বিভিন্ন এলাকা থেকে খণ্ড খণ্ড মিছিল নিয়ে শাহবাগে জড়ো হন ছাত্রলীগের নেতাকর্মী। মূলত তখন থেকেই যানজটের শুরু। পরে মূল শোভাযাত্রা শুরুর পর যানজট চরমে উঠে, যা পরে ধীরে ধীরে প্রায় সব সড়কে ছড়িয়ে পড়ে।
এরআগে ভোরে ধানমণ্ডির ৩২ নম্বরে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে ফুল দিয়ে শুরু হয় ছাত্রলীগের প্রতিষ্ঠাবার্ষিকীর আনুষ্ঠানিকতা।
শোভযাত্রার কারণে যে যানজট হতে পারে, সে সম্ভাবনার কথা জানিয়ে দুদিন আগেই রাজধানীবাসীর কাছে আগাম দুঃখ প্রকাশ করেছিলেন ছাত্রলীগের সাধারণ সম্পাদক এস এম জাকির হোসাইন।
No comments:
Post a Comment