সময়মতো রাজপথে নামবে বিএনপি
বললেন ফখরুল
বিএনপির আন্দোলনের সামর্থ্য নিয়ে ক্ষমতাসীনদের প্রশ্ন তোলার মধ্যে দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন,‘সময়-সুযোগ’মতো আবার রাজপথে নামবেন তারা। গতকাল শনিবার ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে ‘ডেমোক্রেসি অ্যান্ড ডেভেলপমেন্ট স্টাডিজ’ সংগঠনের উদ্যোগে কবি আবদুল হাই শিকদার রচিত ‘জ্যোতির্ময় জিয়া এবং কালো মেঘের দল’ গ্রন্থের চতুর্থ সংস্করণের প্রকাশনা অনুষ্ঠানে এ কথা বলেন ফখরুল। তিনি বলেন, আন্দোলন একটা বিজ্ঞানের ব্যাপার, বিভিন্ন কৌশলের ব্যাপার। রাজনীতি তো এক জায়গায় বেঁধে রাখার জিনিস না, এর উত্থান-পতন আছে, কখনো আমার ভালো সময় যাবে, কখনো আমার খারাপ সময় যাবে। আমরা প্রতিবার রাজপথে আসছি, সময়-সুযোগমতো আমরা অবশ্যই আবার রাজপথে আসব। একটা কথা আমরা পরিষ্কার করে বলতে পারি, ‘উই আর কমিটেড উইল ফাইট টু দ্য লাস্ট’।
তিনি বলেন, আমরা গণতান্ত্রিক শক্তি, আমরা লড়াই করছি একটা ফ্যাসিস্ট শক্তির সঙ্গে। এক বছরে আমাদের হাজারের ওপরে নেতাকর্মীকে হত্যা করা হয়েছে, পুলিশ গুলি করে মেরেছে। ৫০০-এর ওপরে আমাদের নেতাকর্মী গুম হয়ে গেছে, হাজার হাজার নেতাকর্মী পঙ্গু হয়েছে। গোটা দেশে এখন বিএনপি মানেই হচ্ছে আসামি, বিএনপি মানেই হচ্ছে কাঠগড়ায় দাঁড়াতে হবে অথবা জেলখানায় থাকতে হবে। বিএনপি মানেই হচ্ছে তাকে রাতের অন্ধকারে হত্যা করা হবে অথবা এলাকা থেকে পালিয়ে অন্য জায়গায় থাকতে হবে।
তার পরও বিএনপি নিঃশেষ হবে না মন্তব্য করে তিনি বলেন, এত কিছুর পরও তারা বিএনপির একটা লোককেও টেনে নিতে পারেনি। আমাদের একজন নেতাকর্মীকেও তারা বিচ্যুত করতে পারেনি। এখানেই বিএনপির শক্তি।
দলের প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানকে অনুসরণের পাশাপাশি দলীয় চেয়ারপারসন খালেদা জিয়ার দিকে চেয়ে প্রেরণা অর্জন করতে নেতাকর্মীদের প্রতি আহ্বান জানান বিএনপি মহাসচিব।তিনি বলেন, তিনি স্বামী হারিয়েছেন, ছেলে হারিয়েছেন, আরেক ছেলে নির্বাসিত। তাকে বাড়ি থেকে উচ্ছেদ করা হয়েছে, এখন প্রতি সপ্তাহে আদালতে গিয়ে মিথ্যা মামলায় তাকে হাজিরা দিতে হয়। বাংলাদেশে কয়জন নেতা আছেন, যার গণতান্ত্রিক আন্দোলনের জন্য এত ত্যাগ স্বীকার করতে হয়েছে।
No comments:
Post a Comment