শান্তির বার্তা দিতে মালা বদলাচ্ছেন পাকিস্তানি মেয়ে ও ভারতীয় ছেলে!

ভারতের মুম্বাইয়ের এক ছেলে ভালোবেসে পাকিস্তানের করাচির এক মেয়েকে বিয়ে করতে যাচ্ছেন। যুদ্ধের আবহের মধ্যেই মালা বদল করে শান্তির বার্তা দিতে যাচ্ছেন তারা।ম্বাইয়ের মইজ আমির করাচির ফাতেমা গাডিওয়ালাকে দেখার পরই তার প্রেমে পড়ে যান। পারিবারিক এক অনুষ্ঠানে করাচি থেকে ফাতেমা মুম্বাইতে এলে তাকে দেখেই ভালো লেগে যায় আমিরের। তার বাড়ির লোকের সঙ্গে কথা বলে জানতে পারেন, ফাতেমার বিয়ের জন্যও পাত্র খোঁজা হচ্ছে। আমিরকে দেখে ফাতেমাও কুপোকাত হয়ে যান। এরপর দুই পরিবার নিজেদের মধ্যে কথা বলে আমির ও ফাতেমার বিয়ে পাকা করেন।
বিয়ে পাকা হলেও কনেকে ঘরে আনার বাস্তবতা নেই বরের। কারণ, দুই দেশের সীমান্তে গোলাগুলি চলছে নিত্য। এই অবস্থায় কী করে দুই দেশের দুই পরিবারের মধ্যে সম্মীলন হবে, তা নিয়ে চিন্তায় পড়ে যান প্রায় সবাই।এরপর বুক দুরু দুরু অবস্থা নিয়েই ভারতে আসার ভিসার জন্য আবেদন করেন ফাতেমার বাড়ির লোকজন। তাদের ভারতীয় হাই-কমিশনে পাঠানো হয়। ইসলামাবাদে ভারতীয় হাই-কমিশন ভিসা মঞ্জুর করে ফাতেমাদের।ফাতেমা বাবা, মা, ভাই, মামা, চাচা নিয়ে ভারতে পৌঁছেন। দক্ষিণ মুম্বাইয়ে বৃহস্পতিবার বসেছিল আমির ও ফতেমার বাগদানের অনুষ্ঠান, দুই পরিবারের লোকজনই হাজির ছিলেন সেখানে।আমির জানান, দিল্লিতে পাকিস্তানের হাই-কমিশনে শিগগিরই যাবেন তারা ভিসার জন্য। আগামী বছরের প্রথম দিকেই করাচিতে গিয়ে ফাতেমার সঙ্গে বিয়ে সেরে নেবেন আমির।
পাকিস্তানে যাওয়ার ভিসার জন্য পাক হাই-কমিশনের কর্মীরা তাদের সাহায্য করবেন বলে আশা প্রকাশ করেন আমির।পাশপাশি এও বলেন, ‘আমাদের বিয়ের মাধ্যমে দুই দেশের সরকারের কাছে যুদ্ধের মনোভাব সরিয়ে শান্তির বার্তা পৌঁছুবে, আশা করি।'এদিকে, ভারতে বসবাসের জন্য উদগ্রীব হয়ে রয়েছেন ফাতেমাও। করাচিতে বিয়ে এবং বধূ বরণের অনুষ্ঠানের পর পাকাপাকিভাবে ভারতে চলে আসবেন তিনি।
No comments:
Post a Comment