
কাতার এয়ারওয়েজের নতুন রেকর্ড।
পৃথিবীর দীর্ঘতম উড়ান যাত্রা কোনটি? আজ থেকে এ প্রশ্নের জবাব হল— কাতার থেকে নিউজিল্যান্ড। একটানা ১৪,৫৩৫ কিলোমিটার উড়ে কাতার এয়ারওয়েজের বিমান দোহা থেকে পৌঁছল অকল্যান্ড বিমানবন্দরে। রেকর্ড গড়ে পৃথিবীর দীর্ঘতম আকাশপথে বিমান ওড়ানোর শিরোপা উঠল কাতার এয়ারওয়েজের মাথায়। সোমবার ১৬ ঘণ্টা ২৩ মিনিটে এই দীর্ঘতম উড়ান রুট অতিক্রম করেছে বিমানটি। কাতার এয়ারওয়েজের তরফ থেকে টুইট করে জানানো হয়েছে, নির্দিষ্ট সময়ের ৫ মিনিট আগেই অবতরণে সক্ষম হয়েছে ফ্লাইট কিউআর ৯২০। এক নজরে দেখে নেওয়া যাক পৃথিবীর এই দীর্ঘতম আকাশপথে ভমণকারীর জন্য অবাক করা কিছু সুযোগ সুবিধার চিত্র।
এই উড়ান চালু হওয়ার ফলে প্রায় ১৯ কোটি ৮০ লক্ষ মার্কিন ডলার আয় বাড়বে নিউজিল্যান্ডের।অকল্যান্ড বিমানবন্দর কর্তৃপক্ষ সূত্রের খবর, প্রতি বছর ১ লক্ষ ৮৯ হাজার যাত্রী এবং ৬ হাজার টন ওজন বহন করবে এই উড়ানটি।এই বিমানের ইকনমি ক্লাসে ২১৭টি এবং বিজনেস ক্লাসে ৪২টি সিট রয়েছে। প্রথম দিনে সব আসনেই যাত্রী ছিলেন।ফ্লাইট কিউআর ৯২০-র জন্য ব্যবহার করা হয়েছে বোয়িং ৭৭৭ বিমানকে। পৃথিবীর অধিকাংশ দীর্ঘ আকাশপথেই এই ধরনের বিমানই ব্যবহৃত হয়ে থাকে।
এই উড়ান চালু হওয়ার ফলে প্রায় ১৯ কোটি ৮০ লক্ষ মার্কিন ডলার আয় বাড়বে নিউজিল্যান্ডের।অকল্যান্ড বিমানবন্দর কর্তৃপক্ষ সূত্রের খবর, প্রতি বছর ১ লক্ষ ৮৯ হাজার যাত্রী এবং ৬ হাজার টন ওজন বহন করবে এই উড়ানটি।এই বিমানের ইকনমি ক্লাসে ২১৭টি এবং বিজনেস ক্লাসে ৪২টি সিট রয়েছে। প্রথম দিনে সব আসনেই যাত্রী ছিলেন।ফ্লাইট কিউআর ৯২০-র জন্য ব্যবহার করা হয়েছে বোয়িং ৭৭৭ বিমানকে। পৃথিবীর অধিকাংশ দীর্ঘ আকাশপথেই এই ধরনের বিমানই ব্যবহৃত হয়ে থাকে।
No comments:
Post a Comment