Thursday, February 9, 2017

রাষ্ট্রপতির কাছে...

নির্বাচনকালীন সরকারের রূপরেখা

রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের কাছে আগামী জাতীয় সংসদ নির্বাচনের সময় দায়িত্ব পালনকারী সরকারের রূপরেখা প্রদান করা হয়েছে।বৃহস্পতিবার আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের এই তথ্য জানিয়েছেন।তিনি জানান, তারা এই সরকারের রূপরেখা রাষ্ট্রপতিকে দিয়ে এসেছেন। নির্বাচন কমিশন গঠনের আগে রাষ্ট্রপতির সঙ্গে সংলাপে এই রূপরেখা দেয়া হয়েছে বলেও উল্লেখ করেন তিনি।মার্কিন রাষ্ট্রদূত মার্শা স্টিফেনস ব্লুম বার্নিকাটের সঙ্গে বৈঠকের পর  সাংবাদিকদের এই তথ্য জানান তিনি। গত ১১ জানুয়ারি আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে একটি প্রতিনিধি দল বঙ্গভবনে গিয়ে রাষ্ট্রপতির সঙ্গে বৈঠক করার পর সেখানেই আসন্ন নির্বাচনকালীন সরকারের রূপখো নিয়ে কথা হয়েছে বলেও জানান তিনি।
ওবায়দুল কাদের বলেন, নির্বাচনকালীন সরকার কোন মেজর পলিসি বা ডিসিশন নেবে না এবং কোন মেজর উন্নয়ন কর্মকাণ্ড হাতে নেবে না। দৈনন্দিন কাজ করবে নির্বাচনকালীন সরকার। তিনি বলেন, বাংলাদেশের গণতন্ত্রের স্বার্থে, একটি সুষ্ঠু, অংশগ্রহণমূলক নির্বাচনের জন্য সরকারি দলে থেকেও এই প্রস্তাব আমরা করেছি।
নির্বাচনকালীন তত্ত্বাবধায়ক সরকারের দাবিতে ২০১৪ সালের ৫ জানুয়ারির দশম সংসদ নির্বাচন বর্জন করে তা বানচালের চেষ্টা করে বিএনপি। তবে গত ৩ বছরের নানা ঘটনাপ্রবাহের পর বিএনপি এখন তত্ত্বাবধায়ক সরকারের দাবি থেকে স্পষ্টতই সরে এসেছে। এখন তারা শক্তিশালী নির্বাচন কমিশন এবং তাকে সহায়তা করার জন্য সহায়ক সরকারের কথা বলছে। এই সহায়ক সরকার কেমন হবে সে বিষয়ে শিগগির রূপরেখা দেয়া হবে বলেও জানিয়েছেন বিএনপি নেতারা।
ওই নির্বাচনের আগে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সংসদে প্রতিনিধিত্বকারী সবগুলোর দলের সদস্যদেরকে নিয়ে সরকার গঠনের প্রস্তাব করেছিলেন। বিএনপিকে স্বরাষ্ট্রসহ তাদের চাহিদা অনুযায়ী যে কোনো মন্ত্রণালয় দেয়ার প্রস্তাবও করেছিলেন প্রধানমন্ত্রী। তবে বিএনপি সে প্রস্তাব অগ্রাহ্য করে আন্দোলন চালিয়ে যায়।

No comments:

Post a Comment