অনলাইনে ভাইরাল শাহরুখকন্যার
অভিনয়ের ভিডিও

যেমন পিতা তেমন কন্যার ইংরেজিতে ‘লাইক ফাদার, লাইক ডটার’ হ্যাশট্যাগে মুখর ছিলো ভারতের বিনোদন প্রিয় মানুষের সামাজিক মাধ্যমগুলো। পিতা বলিউড বাদশাহ শাহরুখ খান অনেক আগেই ভক্তদের হৃদয়ে আসন গেড়েছেন।
নিজের পুত্র-কন্যাদের অভিনয়ে আনবেন কি না এই প্রশ্ন বহুবার শুনতে হয়েছে তাকে। তিনি নিজের মতো করে উত্তর দিয়েছেন। বলেছিলেন, কাউকে জোর করবেন না। ছেলেমেয়েরা চাইলে অভিনয়ে নাম লেখাতেই পারে।
অভিনয়ে নিয়মিত হোক বা না হোক সম্প্রতি শাহরুখের একমাত্র কন্যা সোহানা খানের অভিনয় দেখে মুগ্ধ হয়ে গেছেন সবাই। আর সেজন্যই এই হ্যাশট্যাগ ছিলো দিনভর।
বুধবার ইনস্টাগ্রামে শাহরুখ ফ্যান ক্লাব নামক একটা গ্রুপে একটি ভিডিও প্রকাশ করা হয়। যাতে দেখা যায় একটি মঞ্চে রুপকথার চরিত্র সিনড্রেলার ভূমিকায় অভিনয় করছেন শাহরুখ কন্যা সুহানা খান। মঞ্চে তার অভিনয় ও সংলাপ বলার স্টাইল নজর কেড়েছে সবার। আর মুহুর্তেই ভিডিওটি ছড়িয়ে পড়েছে ইন্টারনেট জুড়ে। এবং বেশ প্রশংসিত হয়েছে।
নিজেদের সন্তানদের বলিউডে আসা নিয়ে শাহরুখ পূর্বে এক সাক্ষাৎকারে বলেছিলেন ‘সন্তানরা আগে পড়ালেখা শেষ করুক। তারপর তারা নিজেদের পেশা নিজেরাই বেছে নিক। আমি কোনো প্রেসারে যেতে চাই না।’
তবে সুহানার এই ভিডিও দেখে ভক্তরা আশা করছেন কন্যার বলিউডে অভিষেকের ব্যপারটা কিং খান আরো একবার ভেবে দেখবেন নিশ্চয়ই।
ভিডিওতে দেখুন সোহানার অভিনয় :
No comments:
Post a Comment