Tuesday, February 7, 2017

দুদক চেয়ারম্যান স্বয়ং এই তথ্য জানালেন

‘ঘুষের রেইট’ বেড়ে গেছে!

‘ঘুষের রেইট’ বেড়ে গেছে- এই তথ্য জানালেন স্বয়ং দুর্নীতি দমন কমিশনের (দুদক) চেয়ারম্যান ইকবাল মাহমুদ। তিনি বলেন, দুর্নীতিবাজদের বিরুদ্ধে অভিযানের ফলে দেশে ঘুষের রেইট বেড়ে গেছে বলে নানাজনের কাছ থেকে অভিযোগ পাওয়া যাচ্ছে। তবে এই অভিযোগের সত্যতা সম্পর্কে এখনও নিশ্চিত না হলেও বিষয়টি উদ্বেগের বলে জানিয়েছেন তিনি।মঙ্গলবার রাজধানীর সিরডাপ মিলনায়তনে এক অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেছেন। প্রসঙ্গত দুর্নীতি ঠেকাতে বিভিন্ন দপ্তরে সম্প্রতি অভিযান শুরু করেছে দুদক। ওই অভিযানের অংশ হিসেবে আজ মঙ্গলবারও চট্টগ্রাম সিটি করপোরেশনের এক কর্মকর্তা ঘুষের অর্থসহ হাতেনাতে ধরা পড়েছেন বলে জানা গেছে।
‘জাতীয় শুদ্ধাচার কৌশল বাস্তবায়ন এবং দুর্নীতি প্রতিরোধে এনজিওদের ভূমিকা’ শীর্ষক এই মতবিনিময় সভার আয়োজন করে। অনুষ্ঠানে গণসাক্ষরতা অভিযানের নির্বাহী পরিচালক রাশেদা কে চৌধুরী, নিজেরা করির সমন্বয়ক খুশি কবির, টিআইবির নির্বাহী পরিচালক ইফতেখারুজ্জামানও বক্তব্য রাখেন। অনুষ্ঠানে এনজিওকর্মীদের সক্রিয় হতে আহ্বান জানান ইকবাল মাহমুদ। এনজিও বিষয়ক ব্যুরোর আয়োজনে এই সভায় প্রতিষ্ঠানটির মহাপরিচালক আসাদুল ইসলাম বলেন, ব্যুরো মনে করে, প্রকল্প প্রণয়ন ও বাস্তবায়নের ক্ষেত্রে এনজিও স্টাফদের দক্ষতা বৃদ্ধি করা প্রয়োজন। সরকারের বিভিন্ন দপ্তর ও অফিসে ই-ফাইলিংয়ের অংশ হিসেবে এনজিও বিষয়ক ব্যুরোর সব কার্যক্রম অনলাইনে করা হলে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত হবে বলেও মনে করেন তিনি।
ইকবাল মাহমুদ বলেন, গত এক বছরে কমিশনের অভিযানে ৪০০ থেকে ৫০০লোক ধরা হয়েছে। তাদেরকে কোর্টে প্রেরণ করে আইনের আওতায় এনে বিচারের মুখোমুখি করার ব্যবস্থা করা হয়েছে। কিন্তু এই অভিযানের ফলে দেখা গেল, আমাকে অনেকেই বলেছে যে, আপনি ড্রাইভ দিচ্ছেন ভালো, কিন্তু এতে রেইট বেড়ে গেছে। যারা দুর্নীতি করছে, তাদের এখন বক্তব্য হচ্ছে, ভাই এখন চারদিকে দুদক, ঝামেলা, ১০ টাকার জায়গায় আপনি এক হাজার টাকা দিবেন। এটা আমার কানে এসেছে। এটা সত্য না মিথ্যা তা যাচাই করার দায়িত্ব আমার না, তবে কানে যেহেতু এসেছে তা উদ্বেগের বিষয়।
দুর্নীতি ঠেকাতে শুধু অভিযান নয়, সামাজিক আন্দোলনের উপর জোর দিয়ে ইকবাল মাহমুদ বলেন, মানুষ ধরলেই কি দুর্নীতি প্রতিরোধ হবে? তাহলে আমরা দুর্নীতি প্রতিরোধ কীভাবে করব? আমি দেখছি, দুর্নীতি প্রতিরোধের জন্য সরকার, দুর্নীতি দমন কমিশন, স্কুল-মাদ্রাসার উদ্যোগ কোনো কিছুই কাজে আসবে না, যদি না সবাই ঐক্যবদ্ধ হয়ে প্রতিরোধের দিকে না যাই। দুর্নীতির বিরুদ্ধে কথা বলে আবার নিজে দুর্নীতি করলে কোনো ফল আসবে না বলেও মম্তব্য করেন তিনি।

No comments:

Post a Comment