নিউজিল্যান্ডে মিরাজের বিরল কীর্তি
নিউজিল্যান্ডের মাটিতে অনন্য কীর্তি গড়লেন মেহেদী হাসান মিরাজ। কিউইদের ইনিংসের প্রথম ওভারে বোলিং করে রেকর্ড গড়লেন মিরাজ। এরআগে নিউজিল্যান্ডের মাটিতে স্পিন দিয়ে ইনিংস শুরু হয় মাত্র ৩ বার।
১৯৫১ সালে ক্রাইস্টচার্চ টেস্টের তৃতীয় ইনিংসে প্রথম ওভার বোলিং করেন ডেভিড কম্পটন। এরপর ১৯৯৫ সালে অকল্যান্ড টেস্টের চতুর্থ ইনিংসে দক্ষিণ আফ্রিকার বাঁহাতি স্পিনার ক্লাইভ এক্সটিন প্রথম ওভার বোলিং করেন।
সর্বশেষ হ্যামিল্টন টেস্টে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তৃতীয় ইনিংসে শুরুতেই স্পিন দিয়ে শুরু করায় নিউজিল্যান্ড। ওইদিন প্রথম ওভার বল করেন সাবেক স্পিনার ড্যানিয়েল ভেট্টরি।
এরআগে দেশের মাটিতে অভিষেক দুই টেস্টে ১৯ উইকেট শিকার করে বিরল এক রেকর্ড গড়েন মিরাজ। যার ধারে কাছেও নেই অনেক কিংবদন্তি ক্রিকেটার। ১৮৮৭ সালে অস্ট্রেলিয়ার বাঁহাতি পেসার জন জেমস ফেরিস অভিষেকে দুই ম্যাচের টেস্টে সর্বোচ্চ ১৮ উইকেট নিয়েছিলেন। তাকে টপকে বিশ্বসেরার আসনটি এখন বাংলাদেশি সেনসেশন মিরাজের।
ইংলিশদের বিপক্ষে এমন নৈপুণ্যে আইসিসির টেস্ট বোলিং র্যাঙ্কিংয়ে ২৮ ধাপ এগোলেন মিরাজ। টেস্ট বোলিংয়ের তালিকায় ৬১ নম্বর থেকে এক লাফে ৩৩ নম্বরে ওঠে এলেন মিরাজ।
No comments:
Post a Comment