সন্তানকে শেখান অর্থের সঠিক মূল্য
মার্কেটে গেলে নজরে পড়ে কোন একটি পণ্য ধরে একটি শিশু তারস্বরে চিৎকার করে কাঁদছে এবং পাশেই বাবা-মা কখনো রাগান্বিত বা কখনো শুকনো মুখে তাকিয়ে আছেন ও বোঝানোর চেষ্টা করছেন। অনেকেই এই ধরণের সমস্যায় পড়েন। এই বিব্রতকর সমস্যা কি আপনার সন্তানের জন্য সৃষ্টি হচ্ছে? মোটেই নয়। বরং এই সমস্যার জন্য দায়ী অভিভাবকগণ। ছোটবেলা থেকে নিজের শিশু সন্তানকে অর্থের সঠিক মূল্য এবং সঠিক ব্যবহার সম্পর্কে জ্ঞান দেয়া প্রতিটি অভিভাবকের কর্তব্য এবং দায়িত্বের মধ্যে পড়ে। শিশুটি যা চায় তাই তাকে দেয়া হলে এবং জিনিস নষ্ট করে ফেললে তা নিয়ে কিছুই না বলার মাধ্যমে শিশুর এই ধরণের মনমানসিকতা হতে দেখা যায়। সুতরাং নিজের শিশু সন্তানকে শেখানোর দায়িত্ব শুধুই আপনার।
১) শিশুকে শেখান কোনটি বিলাসিতা ও কোনটি প্রয়োজন
অনেক মধ্যবিত্ত ঘরের অভিভাবক নিজের সন্তানের কাছে অর্থনৈতিক অবস্থা লুকিয়ে থাকেন এবং সাধ্যমতো সন্তানের ইচ্ছা পূরণ করতে থাকেন যা অনেক খারাপ পর্যায়ে গড়ায়। কিন্তু শিশু হলেও তার বোঝার ক্ষমতা রয়েছে, তাকে ছোটবেলা থেকেই শিখিয়ে বড় করুন কোনটি প্রয়োজন আর কোনটি বিলাসিতার পর্যায়ে পড়ে। কোনটি ছাড়া সে চলতে পারবে না এবং কোনটি ছাড়া সে চলতে পারবে তা বোঝান। এতে শিশুটি নিজে থেকেই বুঝে উঠতে শিখবে অনেকটা।
২) শিশুকে পকেট মানি দিয়ে নিজে চলার শিক্ষা দিন
মানুষ অর্থের সঠিক মূল্য তখনই বুঝতে শেখে যখন সে নিজে রোজগার করে তা দিয়ে দিন পার করে। নিজের শিশু সন্তান্তিকেও এভাবেই বুঝতে শেখান। যখন তখন টাকা দিয়ে নয় মাসে তার জন্য যে অর্থ ব্যয় করবেন তার হিসেব তাকেই বুঝতে দিন। তাকে বলুন এই অর্থেই তাকে মাস চলতে হবে। এতে সে বুঝতে পারবে অর্থের মূল্য।
৩) ফেলনা জিনিসও কাজে লাগতে পারে তা বোঝান
অনেক শিশুই আছে নতুন জিনিস দিলেও নষ্ট করে ফেলে কিছুদিনের মধ্যেই, পুরনো না হলেও ফেলে দেয় অনেক কিছুই। তাই শিশুকে রিসাইকেল ব্যাপারটি বোঝান। তাকে বলুন পুরনো জিনিসও অনেক সময় কাজে লাগে। এতে সে জিনিসের প্রতি মায়া বাড়াতে পারবে এবং জিনিস নষ্ট কম করতে সিখবে।
৪) সঞ্চয় করতে শেখান
ছোটবেলা থেকেই সঞ্চয়ী হতে শিখলে জীবনে অর্থ ধরে রাখা জ্ঞান হবে। শিশুকে বোঝান সঞ্চয়ের গুরুত্ব কতোটুকু এবং তা দিয়ে সে কি কি করতে পারবে। বলুন তাকে দেয়া পকেট মানি থেকেই কৌশলে সঞ্চয় করার বুদ্ধি। এতে ভবিষ্যতেও সে সফল হবে।
No comments:
Post a Comment