Monday, November 7, 2016

ঝুঁকিপূর্ণ শুটিং, দুই অভিনেতার মৃত্যুর আশংকা 

শুটিং করতে গিয়ে নিখোঁজ হয়েছেন ভারতের কন্নড় সিনেমার দুই অভিনেতা।
সোমবার (৭ নভেম্বর) ভারতের ব্যাঙ্গালুরুর একটি লেকে সিনেমার ক্লাইম্যাক্স ও অ্যাকশন দৃশ্যের শুটিং হচ্ছিল। এ সময়  এই দুর্ঘটনা ঘটে বলে ভারতীয় সংবাদমাধ্যম খবর প্রকাশ করেছে।প্রকাশিত প্রতিবেদনে জানানো হয়েছে, এই দুই অভিনেতার নাম অনিল ও উদয়।
পরিচালক নাগ শেখর নির্মাণ করছেন তার নতুন সিনেমা মাস্তিগুডি। এ সিনেমার অ্যাকশন দৃশ্যে হেলিকপ্টার থেকে লেকের মধ্যে লাফিয়ে পড়ার শুটিং চলছিল। সিনেমার নায়ক বিজয় ও খলনায়কের চরিত্রে অভিনয় করছিলেন এই দুই অভিনেতা। হেলিকপ্টার থেকে লাফিয়ে পড়েন তারা তিনজন। এ সময় বিজয় সাঁতরে উঠে এলেও বাকি দুই অভিনেতার কাউকে উঠতে দেখা যায়নি। তারপর ইউনিটের লোকজন পানিতে ঝাঁপিয়ে পড়ে তাদের উদ্ধারের চেষ্টা করেন। কিন্তু কোথাও তাদের হদিস মেলেনি।
 
ধারণা করা হচ্ছে, তাদের দুজনের কেউই সাঁতার জানতেন না। শেষ পর্যন্ত পুলিশকে খবর দেওয়া হয়। পুলিশের উদ্যোগেই ডুবুরি নামানো হয়েছে। তবে এখনো তাদের উদ্ধার করা সম্ভব হয়নি। তাই আশংকা করা হচ্ছে তাদের মৃত্যু হয়েছে।

No comments:

Post a Comment